সকল মেনু

রাজশাহীতে অগ্নিকাণ্ডে কিশোর দগ্ধ

রাজশাহী, ১৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহীতে অগ্নিকাণ্ডে এক কিশোর দগ্ধ হয়েছে। আহত কিশোরের নাম নাঈম (১৬)। তাকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মহানগরীর রামচন্দ্রপুর এলাকার নাজমুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

নাজমুল হক জানান, কে বা কারা তার বাড়ি লক্ষ্য করে সিগারেটের আগুন নিক্ষেপ করে। এর ফলে একটি ঘরে রক্ষিত পাটকাঠিতে আগুন ধরে যায়। এ সময় ওই ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় নাঈম। আহত নাঈম তার ছেলে। পরে দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আব্দুল মোমিন জানান, নাঈমের মুখ, বুক ও হাতসহ শরীরের বেশ কয়েকটি অংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাজশাহী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায় নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top