সকল মেনু

সরকার কোস্ট গার্ড উন্নয়নে পরিকল্পনা হাতে নিয়েছে ; স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন,  সমুদ্র সীমানার জলদস্যুদের আতঙ্ক হচ্ছে কোস্ট গার্ড। জীবনের ঝুকি নিয়ে দেশের সমুদ্র উপকুলবর্তী অঞ্চলে জলদস্যু দমন করে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে ইতমধ্যে জনগনের আস্থা অর্জন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তিনি আরো বলেন, কোস্ট গার্ডের উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর লোকবল বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের মধ্যে দিয়ে দেশের ৭১০ কিলো মিটার সমুদ্র সীমানার নিরাপত্তার আগে জোরদার করার পরিকলপনা রয়েছে সরকারের। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৯ তম কোস্ট গার্ড দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের কোষ্ট গার্ডের প্রধান কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ ও কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মকবুল হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোস্ট গার্ড উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বর্তমান সরকারের প্রবর্তিত মোট ৪০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক, বাংলাদেশ কোস্টগার্ড পদক ও কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করেন। বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন নৌবাহিনীর প্রধান ভাইস-অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, কমডোর সৈয়দ আবু মানসুর আরশাদুল আবেদীন, রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, কমান্ডার মোহাম্মদ জহিরুল ইসলাম, লে. কমান্ডার মোহাম্মদ শরীফুল হক খান, কে এম মামুনুর রশীদ, খাজা মাসুম, লে. নঈম মো. ইসতিয়াক আহমেদ, এম খোশবার আলী ও সুমন চন্দ্র সিংহ (মারণোত্তর)। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন, ক্যাপ্টেন সেলিম রেজা হারুন, মোহাম্মদ মাজেদুল হক, আবু জাফর মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ ইকরাম হোসেন, কমান্ডার মোহাম্মদ বজলুর রশিদ, লে. কমান্ডার মোহাম্মদ শফিকুল আলম, লস্কর আবু নাঈম মোহাম্মদ আব্দুস সামাদ আল ইমরান, লে. কাজী হারুন-অর-রশিদ, এম এ নেওয়াজ ও মো. আজিজুর রহমান। বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ক্যাপ্টেন সৈয়দ সহিদুল ইসলাম খান, মাহমুদ হোসেন, কমান্ডার মোহাম্মদ হেলাল উদ্দিন, লে. কমান্ডার মোহাম্মদ মাসুদুর হাসান, লে. কমান্ডার ফরাজী মোহাম্মদ আবদুল্লাহ ইউসুফ, মোহাম্মদ ফয়েজুল কবীর, নাবিক এম এম জামান, এম ইউনুছ, এম এন ইসলাম ও এম ইসমাইল। প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন লে. কমান্ডার সাব্বির আহমেদ খান, ফারজানা তন্বী, লে. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, নাবিক এম এস রহমান, এম এস ইসলাম, এম কামরুজ্জামান, আবু সাঈদ, মো. মনিরুজ্জামান ও এম সোহাগ মিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top