সকল মেনু

ভালোবাসা দিবসে ভোলায় ফুলের দোকানগুলোতে ছিল উপছে পড়া ভীড়

এম. শরীফ হোসাইন, ভোলা : ফিরে এলো বিশ্ব ‘ভালোবাসা দিবস’। বহু প্রতিক্ষা-অপেক্ষার পর বছর ঘুরে ফিরে এসেছে দিনটি। উৎসব মুখর পরিবেশে দিনটিকে সাজাতে যত আয়োজন তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী পুরুষের। সারাদেশের ন্যায় ভোলা শহরের বিভিন্ন ফুলের দোকানেগুলোতে ছিল তরুণ-তরুণীদেও উচছে পড়া ভীড়। প্রিয়জনকে ফুলের শুভেচ্ছা জানাতে এক গুচ্ছ ফুল কিনতে ছুটে আসেন তরুণ-তরুণীরা। আধুনিক যুগে ভালোবাসার শুভেচ্ছা জানানোর প্রক্রিয়াতেও যেন আধুনিকতার ছোয়া লেগেছে, শুধু ফুল নয়, নানা রকম উপহার, মোবাইল ম্যাসেজ, এমএমএসসহ নানা প্রক্রিয়ায় জানালো শুভেচ্ছা। বৃহস্পতি ও শুক্রবার বার ভোলা শহরের সদর রোডের অসংখ্য ফুলের দোকানে ছিলো ক্রেতাদের ভীড়। দোকানগুলোতে দোকানীরা রজনীগন্ধা, গোলাপসহ নানা রংয়ের ফুল এনে পসরা সাজিয়েছেন। বাদ জায়নি বিউটি পার্লারগুলোও। বিশ্বভালোবাসা দিবস উপলক্ষ্যে শহরের বিউটি পার্লারগুলোতে তরুণীদের যেন ছিল উপচে পড়া ভীড়। নতুন রুপে নিজেকে সাজাতে, প্রিয়জনের কাছে নিজেকে উপস্থাপন করতে ছুটে আসছেন বিউটি পার্লারগুলোতে। এসব রুপসাজ্জার প্রতিষ্ঠানগুলোতে বহুগুনে ক্রেতাদের ভীড় বেড়ে যাওয়ায় তারাও যেন উৎসবে মেতে উঠছেন। বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস অনেক দীর্ঘ। তবুও ভালোবাসার শুভেচ্ছা জানানো যেন রাজধানী পেরিয়ে মফস্বল এলাকাতেও ছোয়া লাগে। বিশেষ করে তরুণ-তরুণীদের মাঝে ভালোবাসা দিবস অনেক আকর্ষণীয়। প্রিয়জনকে ভালোবাসার শুভেচ্ছ জানানো জন্য ব্যাকুল তারা। দুর থেকে কিংবা কাছাকাছি থেকে এক সময় চিঠির মাধ্যমে মনের কথা জানানোর প্রচলন থাকলেও এখন মেবাইল ফোন একমাত্র ভরসা। নতুন রংয়ে সিজেকে সাজিয়ে, নতুন পোশাকে প্রিয়জনের সামনে হাজির হওয়া। এটাই ভালোবাসা। ছেলে প্রতি মায়ের ভালোবাসা, বাবার প্রতি মায়ের, মেয়ের প্রতি বাবার ভালোবাসা ও আপনজনের ভালোবাস যেমন এক রকম। ঠিক তেমনি প্রিয়জনের প্রতি ভালোবাসাও ভিন্ন ধরনের। প্রতি বছরই ভালোবাসা দিবসে শহরের তুলাতলী, শিশু পার্ক, খেয়াঘাট ব্রীজ, হাকিমুদ্দিন সিসি ব্লক এলাকা, চর কুকরী-মুকরী, মনপুরাসহ বিভিন্ন এলাকায় তরুণ-তরুণীদের উপস্তিতি দেখা মেলে চোখে পড়ার মত। এদিকে, বুধবার বসন্ত বরণ দিনটিতেও ওই সব এলাকায় তরুণ-তরুণীদের ভীড় দেখা গেছে। বসন্তের পর আজ প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে যেন অপেক্ষায় ছিল। এ অপেক্ষা অবসান হলো। দুর অজানা হারিয়ে যেতে চাইবে মন। সুন্দর পরিবেশে পালিত হউক ভালোবাসা দিবস এমন প্রত্যাশা-ই ছিলো সবার মনে। শুভ হউক বিশ্ব ভালোবাসা দিবস, হেপী ভ্যালেনটাইন ডে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top