সকল মেনু

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি :  আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বগুড়া জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক (এসও) শাহ আলম হটনিউজ২৪বিডি.কমকে জানান, এখানে ভূমিকম্প মাপার যন্ত্র না থাকায় সঠিক মাত্রা বলা সম্ভব হচ্ছে না। তবে ভূমিকম্পটির মাত্রা শক্তিশালী ছিল। এর স্থায়ীত্ব ছিল আনুমানিক ১২ সেকেন্ড। এদিকে আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোর শহরসহ বড়াইগ্রাম, গুরুদাসপুর, সিংড়া, লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় শুক্রবার একযোগে তীব্রমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে এ ভূমিকম্প হয়।এতে এ এলাকার মাটি ও বাড়িঘর কেঁপে ওঠে এবং পুকুর-জলাশয়ের পানিতে ঢেউ সৃষ্টি হয়। এ সময় আতঙ্কিত লোকজনকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। আমাদের জামাপুর প্রতিনিধি,এফ এম এ মাকাম জানান, বিভিন্ন স্থানে মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ৮ সেকেন্ড স্থায়ী এ ভূকম্প অনুভূত হয়। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় জেলার সদর, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। তবে ৮ সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ঢাকার আবহাওয়া অধিপ্তরের (০২-৯১৪১৪৩৭) অফিসের তথ্য শাখার পক্ষ থেকে ভূমিকম্পের কথা স্বীকার করে বলেন, মাত্রার পরিমাণটির পর্যবেক্ষণ চলছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top