সকল মেনু

বিদেশীদের প্রেসিক্রিপশনে এই সরকার চলে না : মায়া চৌধুরী

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেছেন, বিদেশীদের প্রেসিক্রিপশনে এই সরকার চলে না। আমাদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগনের প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে। এ দেশে আন্দোলন ও মানুষ হত্যা করে এই সরকারকে হটানোর শক্তি কারো নেই। ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগে কোনো নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী এই সরকারকে ৫ বছরের ক্ষমতা দিয়েছে জনগন।মায়া চৌধুরী শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে সাড়ে পাঁচানি হোসনিয়া মাদ্রাসার নবনির্মিত হোস্টেলের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।পরে এ উপলক্ষে মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি প্রকৌশলী মো. মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মায়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top