সকল মেনু

ধর্ম পালন মানেই সাম্প্রদায়িকতা নয়- জাপা নেতা এসএমএম আলম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম বলেছেন, আমরা ধর্মের পথ থেকে সরে এসেছি বলেই সমাজে এত হানাহানি, সংঘাত ও নৈরাজ্য চলছে। তিনি বলেন, যারা ধর্মকে যথাযথভাবে অনুসরন করে কখনো তারা পথচ্যুত হয় না। ধর্ম পালন মানেই মৌলবাদ নয়, আবার ধর্ম পালন মানেই সাম্প্রদায়িকতা নয়। তিনি বলেন, এই দেশ পীর আউলিয়ার দেশ। হযরত ফকির শাহ (রঃ) মিয়ার মত বহু পীর ফকিরের শেষ ঠিকানাচিহ্ন রয়েছে এদেশে। য়েছে তাঁদের জীবনাদর্শ। আমরা যদি তাঁদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করি তাহলে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি হযরত ফকির শাহকে একজন মহান আধ্যাতিক পুরুষ হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি তার জীবদ্দশায় এই অঞ্চলের মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে গেছেন। তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার আদর্শ প্রচার করে গেছেন। তিনি মানবতার মুক্তির কথা বলে গেছেন। তাই তিনি তাঁর ভক্তদের মাঝে স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। এস এম এম আলম বৃহস্পতিবার রাতে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদি গ্রামে অনুষ্ঠিত হযরত ফকির শাহ মিয়া (রঃ) এর ৮৭’তম বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত ইসলামি জলশায় সভাপতির বক্তব্য রাখছিলেন। ওই গ্রামেই হযরত ফকির শাহ মিয়া (রঃ) এর মাজার অবস্থিত। এস এম এম আলম তাঁরই আওলাদ। জলশায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন ভৈরবী, হযরত মাওলানা আলহাজ মুফতি তাজুল ইসলাম ফারাজী, আলহাজ হযরত মাওলানা আঃ লতিফ নূরী, আলহাজ হযরত মাওলানা সাব্বির আহম্মদ ওসমানী। শাহ মোঃ আজিজুর রহমান পটুর পরিচালনায় ওরশ উপলক্ষ্যে বাদ আছর থেকে থেকে শুরু হওয়া ওয়াজ ও দোয়ার মাহফিল শুক্রবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।পরে তবারুক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top