সকল মেনু

বিএনপির প্ররোচণায় বাংলাদেশের সঙ্গে ভুল আচরণ করছে যুক্তরাষ্ট্র-অর্থমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক, সিলেট, ১৪ ফেব্রুয়ারি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপির প্ররোচণায় বাংলাদেশের সঙ্গে ভুল আচরণ করছে যুক্তরাষ্ট্র। একই পথে হাটছে যুক্তরাজ্যও। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে মনে রাখতে হবে এ সরকার জনগণের ভোটে নির্বাচিত বৈধ সরকার। এখানে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। মধ্যবর্তী নির্বাচনের জন্য ওকালতি না করতে এ দুই দেশের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী।
শুক্রবার সকালে সিলেটের কুমারগাঁওয়ে শাহজাহানউল্লাহ ২৮ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, এ সরকারের মেয়াদ পাঁচ বছর। পাঁচ বছরব্যাপী কাজের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। তারপরও বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছে সরকার। তবে, আলোচনায় বসতে হলে তাদেরকে ‘তত্ত্বাবধায়ক সরকার’র দাবি ছেড়ে আসতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top