সকল মেনু

নীলফামারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

মো. আমিররুজ্জামান, নীলফামারী ১৪ ফেব্র“য়ারি : নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী নীলফামারীতে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরস্থ নতুনবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক কবির বিন আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকীর হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিদের প্রশাসক অ্যাডবোকেট মমতাজুল হক এসময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ৯সার্বিক) রফিকুন্নবী জানান, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি সেবা পৌছে দেয়া ও জনগণের জীবন মান বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০২১ রুপকল্প সফল বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি- বেসরকারি উদ্যোগে আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং ডিজিটাল সেবা সমূহ প্রদর্শনের আলোকে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারিসহ মোট ৪০টি স্টল স্থান পেয়েছে। আগামি ১৫ ফেব্র“য়ারি সন্ধ্যায় এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে বলে জানান ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top