সকল মেনু

সৈয়দপুরে মাদকসেবীরা বিধবা রাবেয়ার খাসি চুরি করেছে

মো. আমিররুজ্জামান, নীলফামারী ১৪ ফেব্র“য়ারি : নীলফামারীর সৈয়দপুর শহরের রেল গেট বাজার সংলগ্ন পাহাড়তলী ইয়ার্ড অফিস গেটে থাকেন বৃদ্ধ রাবেয়া (৬০)। নি:সন্তান রাবেয়া স্বামী মারা যাওয়ার পর থেকে সেখানে থাকেন। স্বামী রেলওয়ে কারখানায় চাকরী করতেন। ভালবেসে তাদের বিয়ে হয়েছিল। নিজের কোন ছেলে- মেয়ে না থাকায় স্বামী ২য় বিয়ে করে অন্যত্র বসবাস করতো। স্বামীর পেনশনের সামান্য টাকার ছাগল পালন করে যা আয় হয় তা দিয়ে কোন রকমে তিনি দিনাতিপাত করছেন। কিন্ত পর পর তিনটি ছাগল চুরি হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। চোরের প্রতি তার অভিশাপ ‘যারা আমার ছাগল চুরি করেছেন আল্লাহ তাকে ভাল করবেন না’। মাদকসেবীরা ছাগলগুলো চুরি করতে পারে বলে অনেকের ধারণা। কারণ জানতে চাইলে এলাকার লোকজন জানান, দিনরাত সমানতালে এই এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চলছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। স্কুলগামী ছাত্র থেকে শুরু করে সব বযসের লোকদের প্রকাশ্যে মাদক সেবন করতে দেখা যায়। এ কারণে এই এলাকায় বাসা- বাড়িতে প্রতিদিন কোথাও না কোথাও ছিঁচকে চুরির ঘটনা ঘটে। কিন্ত অসহায় রাবেয়ার ছাগল চুরি হওয়ায় ওই এলাকার লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং মাদকদ্রব্য বিক্রি বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top