সকল মেনু

পরজীবী ঠেকাতে মৌমাছিরা বানাচ্ছে প্লাস্টিক দিয়ে বাসা!

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক,  ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : প্লাস্টিক। পুরো বিশ্বজুড়ে পরিবেশ ও জীবকূলের জন্য বিশাল এক হুমকির নাম। কিন্তু একটি প্রাণী আছে যারা কিনা এই ক্ষতিকর প্লাস্টিককেই নিজেদের বাসস্থান রক্ষার কাজে ব্যবহার করছে। এরা হচ্ছে মৌমাছি।

ইউনিভার্সিটি অব গুলেফের গবেষকরা দেখেছেন, শহরাঞ্চলে বসবাসকারী কিছু মৌমাছি নিজেদের বাসা তৈরি করার জন্য প্লাস্টিক ব্যাগের টুকরা ও প্লাস্টিকের ছোট ছোট জিনিস ব্যবহার করে। এর থেকে প্রমাণিত হয় যে, প্রতিকূল পরিবেশে তারা নিজেদেরকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে। কিন্তু এতকিছু থাকতে প্লাস্টিক কেন? বেশ কিছুদিন আগেই প্রতিবেদন প্রকাশিত হয় যে, পরজীবীদের আক্রমণে মারা যাচ্ছে মৌমাছিরা। গবেষকরা দেখেছেন, এ প্লাস্টিক ব্যবহারের ফলে মৌচাকে পরজীবীর আক্রমণ অনেক কমে যায়। এর ফলে মৌমাছির লার্ভা নিরাপদভাবে বেড়ে উঠতে পারে। এ সংক্রান্ত গবেষণা সম্প্রতি Ecosphere জার্নালে প্রকাশিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top