সকল মেনু

ঝিনাইদহে পিঠা উৎসব ও সঙ্গীতানুষ্ঠান

সিরাজুল ইসলাম মল্লিক (ঝিনাইদহ): শীতকে বিদায় জানিয়ে বসন্ত তার রঙ্গের সমাহার নিয়ে ধরা দিয়েছে প্রকৃতিতে। প্রকৃতি সেজেছে আজ রঙ্গিন সাজে। আর সেই মাতাল করা বসন্তকে বরণ করে নেওয়ার জণ্য ঝিনাইদহ সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের ছাত্রীরাও সেজেছে বর্ণিল সাজে। তারা আজ সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গন থেকে বের করে এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। র‌্যালীটি আবার কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। কলেজের ছাত্রীরা বাসন্তী রঙ্গের শাড়ি পরে মাথায় ফুল দিয়ে র‌্যালীতে অংশ নেয়। শিক্ষার্থীরা ছাড়াও কলেজের অধ্যক্ষ সুসেন্দু কুমার ভৌমিকসহ শিক্ষক-শিক্ষীকারা অংশ গ্রহন করে। কলেজ প্রাঙ্গনে আবহমান বাংলার ঐতিহ্যময় খাবার পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে ১৫টি স্টলে নানা ধরনের পিঠা দিয়ে সাজানো হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবক,ছাত্র-ছাত্রী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ উৎসবে অংশ নেয়। এ ছাড়াও দিনব্যাপী সঙ্গীত  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top