সকল মেনু

পঞ্চগড়ে দিনব্যাপি বসন্ত উৎসব

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নাট্যসংগঠন ভ’মিজ এর  পাঁচবছর পূর্তি উপলক্ষ্যে দিনব্যাপি বর্ণিল বসন্ত উৎসব উদযাপন করেছে সংগঠনটি। যুদ্ধ নয় ভালবাসা স্লোগানে ভ’মিজ পরিচালিত কালচারাল ইন্সটিটিউট কারিগর ক্যাম্পাসে ১ ফাল্গুনকে নানা আয়োজনে বরন করা হয় । সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। তারপর শিশু ও বড়দের অংশগ্রহনে চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও অভিনয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকেলে অতিথিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় অতিথিখেলা। বিকেল পাঁচটায় শুরু হয় আলোচনা সভা । এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমাদের থিয়েটারের পরিচালক তারেকুজ্জামান তারেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক আহমেদ কবির,সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম। আলোচনায় যুদ্ধ ও সহিংসতা প্রাতরোধে ভালবাসা ও মায়ামমতার কথা তুলে ধরেন বক্তারা। এ প্রসঙ্গে ভ’মিজের মুখপাত্র সরকার হায়দার বলেন “মানুষ কমশ স্বার্থপর ও হিংশ্র হয়ে উঠছে । এজন্যই ছেলে বাবাকে,মেয়ে মাকে খুন করছে ভাই বোন কে ধর্ষন করছে। এসব খবর আমাদের প্রতিনিয়তই শুনতে হয়। । দিন দিন যুদ্ধ ও সহিংসতা বেড়ে যাচ্ছে। কিন্তু এর বিপরীতে অবশ্যই ভালবাসা ,মায়া মমতার মতো সংবেদনশৗল অনুভুতিগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে।” আলোচনার পরপরই বিপুল দর্শক সমাগমের মধ্যে শুরু হয় নাটক। সরকার হায়দার এর রচনা ও নির্দেশনায় প্রথমে কারিগরের নাট্যবিভাগের ছাত্রছাত্রীরা হাসি খুশি তুমি আমি এবং ভ’মিজের নাট্যকর্মীরা চিঠি নাটকটি পরিবেশন করে। নাটকের পর পরিবেশিত হয় আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। অনেকদিন পর এরকম একটি ভাল অনুষ্ঠান উপভোগ করেছেন বলে জানালেন দর্শকেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top