সকল মেনু

পেট্রোল বোমা নিক্ষেপের প্রধান আসামী আবু সায়েম গ্রেপ্তার

 মো.নুরুন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ১৩ফেব্র“য়ারী ২০১৪:  দিনাজপুরের হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামে কলেজ ছাত্রীর উপর পেট্রল বোমা নিক্ষেপের প্রধান আসামী আবু সায়েম (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় বগুড়ার বনানী এলাকায় ঢাকাগামী একটি পরিবহন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সায়েম জয়পুরহাট জেলা সদরের চিরলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।তুলির বাবা জহির উদ্দিন বলেন, প্রতিবেশি সায়েম দীর্ঘদিন ধরে মেয়ে জলি আক্তার তুলিকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে সায়েম তুলিকে বিয়ের প্রস্তাব দেয়। তুলি বিয়েতে সাড়া না দেওয়ায় গত ১৫-১৬দিন আগে সায়েম আমাকে চাকু দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। সায়েমের ভয়ে বাড়ী থেকে তুলিকে তাঁর নানার বাড়ী হাকিমপুরের চন্ডিপুরে পাঠিয়ে দেই। এই খবর জানতে পেরে সায়েম আমার পরিবারের লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।গত ৬ ফেব্র“য়ারি মধ্যরাতে সায়েম তুলির নানার বাড়ীতে গিয়ে ঘরের ফুটো দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তুলির উপর পেট্রল বোমা ছুঁড়ে মারে। এতে তুলির মুখ, বুক, হাত ও পা ঝলসে যায়। এসময় তুলির নানীও আহত হয়। তিনি আরও জানান, খবর পেয়ে আমরা তুলিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে দেখতে আসি। এই ঘটনায় আমি বাদি হয়ে সায়েমকে প্রধান আসামী করে হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। জানাগেছে, তুলি নওগাঁর ধামুইরহাটের মঙ্গলবাড়ী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। দ্বগ্ধ তুলি গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় মুঠোফোনে জানান,শরীরে খুব যন্ত্রনা হচ্ছে। ঘুমাতে পারছিনা। তিনি জানান, ওইদিন রাতে নানীসাহেরা বেগমের সাথে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ঘরের টিনের ফাঁকা অংশ দিয়ে তাঁর গায়ে পানির মতো কিছু একটা পড়ে। এরপর জেগে উঠতেইবিছানায় আগুন ধরে যায়। এতে দ্বগ্ধ হই। আগুন নেভাতে নানীর হাতও পুড়ে য়ায়। বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় বখাটে, সন্ত্রাসী সায়েম হত্যার উদ্দেশ্যেই আমার শরীরে পেট্রল ঢেলে ঝলসে দেয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, গত বুধবার মধ্যরাতে সায়েমকে বগুড়ার বনানী এলাকায় ঢাকাগামী একটি পরিবহন থেকে গ্রেপ্তার করা হয়। সায়েম ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল। খবর ছিল সায়েম ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।  শুত্রবার রিমান্ড চেয়ে তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হবে। তিনি জানান, সায়েমের বিরুদ্ধে জয়পুরহাট ও ধামুইরহাট থানায় একাধিক মামলা  রয়েছে। সে এলাকায় মাদক ব্যবসায়িসহ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top