সকল মেনু

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বে ধনী দেশের একটি : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বিশ্বে ধনী দেশের একটি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রদানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ধনী দেশ হিসেবে নিজেদের অবস্থান করে নেবে।

তিনি বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনাম অর্জন করেছেন এবং সুখ্যাতি নিয়ে কাজ করছেন। যা কিনা বিশ্বে আমাদেরকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।

প্রদানমন্ত্রী বলেন, বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না, সব ক্ষেত্রেই উন্নতি করবে এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলবো। সেই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top