সকল মেনু

রাজশাহীতে জনতা ব্যাংকে ডাকাতির চেষ্টা

রাজশাহী, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহীর বাঘা উপজেলায় জনতা ব্যাংকের আড়ানী শাখায় টাকা লুটের চেষ্টা চালিয়েছে ডাকাত দল। তবে প্রহরীর সাহসিকতায় তারা ডাকাতি করতে ব্যর্থ হয়। এ সময় ডাকাতরা পিস্তল ও এ কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি ফেলে যায়।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

ব্যাংকের প্রহরী সাজেদুর রহমান জানান, ভোরে ৮ থেকে ১০ জনের ডাকাত দল ব্যাংকের দোতলার জানালার গ্রিল ভাঙার চেষ্টা করে। এ সময় শব্দ হলে তিনি বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি ডাকাত দলের সদস্যদের গুলি করার হুমকি দিলে এবং চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।

তিনি আরো জানান, পালিয়ে যাওয়ার সময় ডাকাত সদস্যরা একটি বিদেশি পিস্তল, দুইটি বড় ছোরা, প্লাস, দুইটি রশি ও কয়েক জোড়া স্যান্ডেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত অন্য সরঞ্জামাদি ফেলে রেখে যায়।

এদিকে ঘটনার পরপরই বাঘা থানার এসআই মাকসুদুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত আলামতগুলো উদ্ধার করেন। 

এ ব্যাপারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, মাসখানেক আগে জনতা ব্যাংকের নিচতলায় স্মৃতি জুয়েলার্স থেকে কয়েক লাখ টাকার সোনা চুরি হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top