সকল মেনু

চট্টগ্রামে গায়ে হলুদের আতশবাজিতে আতঙ্ক

চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন স্বাধীনতা পার্কে একটি বিয়ের মেহেদী অনুষ্ঠানে বিকট শব্দে আতশবাজিতে নগরীর বেশ কয়েকটি এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

বুধবার রাত পৌনে ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত থেমে থেমে বোমা ও গুলির শব্দের মত বিকট শব্দে আতশবাজির বিস্ফোরণ ঘটে। এতে পুরো চান্দগাঁও থানা এলাকা, বহদ্দারহাট, মুরাদপুর, এক কিলোমিটার, কর্ণফুলী নতুন ব্রীজ, ষোলশহর দুই নম্বর গেইট, পাঁচলাইশ এলাকা পর্যন্ত এই আতশবাজি বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চান্দগাও এলাকার অধিবাসী প্রবীন ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম ফোনে রাইজিংবিডিকে বলেছেন, ‘আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে আমরা বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এটি যে নিছক আতশবাজি তা নিশ্চিত হতে আমাদের যথেষ্ট সময় লেগেছে। বিস্ফোরণের শব্দে বাসার ছোট ছোট বাচ্চারা আতঙ্কিত হয়ে কান্না শুরু করে দেয়।’

চান্দগাঁও আবাসিক এলাকার গৃহীনি সামিনা শাম্মি জানান, ‘বিকট বিস্ফোরণে আমরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছিলাম। এই ধরনের আতশবাজি বিস্ফোরণ ঘটনার আগে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া উচিত ছিলো।’

বহদ্দার হাট এলাকায় টহল ডিউটিতে থাকা পাঁচলাইশ থানা ও চাঁদগাও থানার টহল টিমের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, ‘বিস্ফোরণের শব্দ পেয়ে আমরাও অনেকটা আশঙ্কিত হয়ে পড়েছিলাম। থানা থেকেও আমাদেরকে এই বিস্ফোরনের ব্যাপারে ওয়ারল্যাস ম্যাসেজ দিয়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়। কিন্তু আমরা ঘটনাস্থলে গিয়ে বিয়ের অনুষ্ঠানের আতশবাজি বিস্ফোরণ দেখতে পেয়ে আয়োজকদের সতর্ক করে দিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top