সকল মেনু

কানে পানি ঢুকলে যা করবেন

স্বাস্থ্য প্রতিবেদক, ঢাকা, ১২ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) :গোসল করতে গিয়ে প্রায়ই আমাদের কানে পানি ঢুকে যায়। গোসল করতে গিয়ে অসাবধানতাবশত কানে পানি ঢুকলে বেশ বিড়ম্বনায় পরতে হয় আমাদেরকে। তাৎক্ষনিক ভাবে অস্বস্তি লাগা ছাড়াও কানে পানি রয়ে গেলে দীর্ঘ মেয়াদী নানান রকম সমস্যা সৃষ্টি হয়। কান পাকা, কানে পুঁজ, কানে কম শোনা, শো শো শব্দ ইত্যাদি নানান রকম সমস্যা হতে পারে পাকে পানি ঢুকলে। অনেকেই না জেনে কানে তেল দেয় কিংবা কাঠি দিয়ে খোঁচা দেয় পানি বের করার জন্য। এতে সমস্যা আরো বাড়ে এবং কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। তাই কানে পানি ঢুকলে না জেনে কিছু করা উচিত না। আসুন জেনে নেয়া যাক কানে পানি ঢুকলে তা কিভাবে বের করা যায় তার কিছু উপায়।

  • প্রথমে যেই কানে পানি ঢুকেছে সেই দিকে মাথা কাত করুন। এরপর কানের লতি টেনে ধরে রাখুন কিছুক্ষণ। এতে বাড়তি পানি চলে যাবে।
  • হাত দিয়ে কান এমন ভাবে চেপে ধরুন যেনো বাতাস ঢুকতে কিংবা বের হতে না পারে। এবার মাথা টা কাত করে রাখুন। পানি বের হয়ে আসবে।
  • কটন বাড দিয়ে আলতো করে কানের পানি পরিষ্কার করতে পারেন। তবে কানের বেশি ভেতরে কটন বাড ঢুকানো উচিত না।
  • বাড়িতে হেয়ার ড্রায়ার থাকলে কানের থেকে একটু দূরে রেখে গরম বাতাস দিন। এতে পানি গুলো বাষ্প হয়ে উড়ে যাবে।
  • যেই কানে পানি ঢুকেছে সেই কানের উপর ভর দিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ। কানে ঢুকে যাওয়া পানি বের হয়ে আসবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top