সকল মেনু

মৎস্য জীবিদের সাথে মৎস্য প্রতি মন্ত্রীর মত বিনিময়

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর মৎস্য হ্যাচারীতে  বেলা ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দন মৎস্য জীবিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় মৎস্য প্রতিমন্ত্রী ধৈর্য্য সহকারে মৎস্যজীবিদের সমস্যার কথা শোনেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে মৎস্যজীবিদের সকল সমস্যার সমাধানের আশ্বাসদেন এবং এশিয়ার বৃহত্তম এ মৎস্য হ্যাচারীকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য খুলনা অঞ্চল সফরের অংশ হিসাবে প্রতিমন্ত্রী এই মৎস্য হ্যাচারী পরিদর্শনে আসেন। এসময় তিনি হ্যাচারীর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং পুকুর খনন কাজের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। মন্ত্রীর সাথে ছিলেন প্রশাসন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল ওহেদ আলী জোয়ার্দ্দার, মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক সৈয়দ আরিফ আহাদ, এ.ডি. এম. নাসরিন সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব্র প্রসাদ পাল, হ্যাচারী ও বাওড় ম্যানেজার মজিনুর রহমান এবং মৎস্যজীবি সমিতির সভাপতি আনন্দ হালদার ও সাধারন সম্পাদক রনজিৎ হালদার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top