সকল মেনু

ভোলার চরফ্যাশনে চেয়ারম্যান প্রার্থীর শিশু পুত্রকে হত্যা চেষ্টা

 ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া’র দোয়াত-কলম প্রতিকের সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে হামলা, চেয়ার ভাংচুর, গণসংযোগে বাঁধা ও কর্মীদের মারধর করে ১০ নেতা-কর্মীকে আহত ও ওসমানগঞ্জ ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা শাহাবুদ্দিন মিয়ার বাড়ীতে হামলা ও তার শিশু সন্তানকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল ১২ ফেব্রুয়ারী বুধবার আ’লীগ সমর্থিত প্রার্থী জয়নাল আবেদীন আখন’র (আনারস) সমর্থিত যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে এলাকা ও দলীয় সূত্রে জানা গেছে। আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন আখন’র সমর্থক যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা ৩০/৩৫টি মোটর সাইকেল যোগে ওসমানগঞ্জ চেয়ারম্যান শিহাব উদ্দিনের বাড়িতে গিয়ে বসত ঘরে হামলা ও ভাংচুর চালিয়ে চেয়ারম্যানের ১৪ মাস বয়সী শিশু সন্তানের গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তারা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকী দেয়। বিকাল সাড়ে ৩টায় আলমগীর মালতিয়ার দোয়াত-কলম প্রতিকের সমর্থনে জিন্নাগড় ইউনিয়ন সাধারণ সম্পাদক এমরান ভূঁইয়ার বাড়ীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে যুবলীগ ও ছাত্রলীগের একই গ্রুপ ৩০/৩৫টি মোটর সাইকেল মহড়া দিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে, নেতা-কর্মীদের হামলা-মারধর করে ও চেয়ার-টেবিল ভাংচুর চালালে উঠান বৈঠকটি পন্ড হয়ে যায়। বিকাল পৌনে ৫টায় আলমগীর মালতিয়াসহ বিএনপি নেতা-কর্মীরা চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে গনসংযোগে গেলে ৩০/৩৫টি মোটর সাইকেল যোগে ওই সূত্রে জানা যায়, গতকাল ১২ ফেব্রুয়ারী বুধবার একই গ্রুপ গণসংযোগে বাঁধা দেয় ও হামলা-মারধর ও কুপিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয়। আহতরা হচ্ছেন- ওমরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ বাহারুল ইসলাম পাটোয়ারি, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, আছলামপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক মনির আছলামী, যুবদল নেতা এমরান হাওলাদার, কৃষকদল নেতা শাহাবুদ্দিন মহরী, ওমরপুর ছাত্রদল সম্পাদক আব্বাস উদ্দিন, মঞ্জু, শরীফ ও জোবায়ের। আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে গুরুতর আহত মনির আছলামী ও মিজানুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এসব ঘটনা চরফ্যাশন থানা পুলিশকে অবহিত করেছেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ
করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top