সকল মেনু

সাংবাদিক দম্পতির খুনের ঘটনায় পুলিশের কোনো গাফলতি নেই: অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক শহীদুল হক

মাকসুদুল আলম, নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর, ১২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  সাগর-রুনি হত্যাকান্ডের ঘটনা অনেক পুরনো এবং এ খুনের তদন্তে পুলিশের কোনো গাফলতি নেই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত মহা-পুলিশ পরির্দশক এ কে এম শহীদুল হক। তিনি বুধবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়টি হাইকোর্টের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। সাথে পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে তদন্ত করছে। সাংবাদিক দম্পতি হত্যাকান্ডের রহস্য উন্মোচনে পুলিশের কোনো রকম গাফলতি নেই। এবং কিছু কিছু অগ্রগাতি আছে তা বিভিন্ন সময়ে মিডিয়াতে বলা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে এ ঘটনার মূল রহস্য উদঘাটন হয়।
কবে নাগাদ এ খুনের রহস্য উদঘাটন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাতো বলা যাবে না।
এসময় চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, সহকারী পুলিশ সুপার শৈকত শাহীনসহ চাঁদপুর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top