সকল মেনু

ডাকাতি মামলার আসামীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশের কাগজে কলমে সবাই পলাতক

এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার, ১২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :রাজনগরে প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় মামলা হলেও ডাকাতদেরকে গ্রেফতার করতে পারছেনা পুলিশ। জানা গেছে- গত ২০১২ সালের ১৬ ডিসেম্বর মধ্যরাতে মুখোশধারী ১৬/১৭ জনের একদল ডাকাত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাধীন ৭নং কামারচাক ইউনিয়নের কালাইকোণা গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের বাড়ীতে প্রবেশ করে পরিবারের সবাইকে বেধড়ক পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও বাহরাইন থেকে আনা মূল্যবান কাপড়-চোপড়সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসী মিজানুর রহমানের মা ছাপা বিবি ২০ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ (স্মারক নং- ৮৩২৮, তারিখ- ২৩/১২/২০১২ইং) করেন। এর প্রেক্ষিতে সিলেটের ডিআইজি এর নির্দেশে (স্মারক নং- অপঃ দরখাস্ত- ১০/২০২, তারিখ- ০৯/০১/২০১৩ইং) মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গত ২০১২ সালের ৯ ডিসেম্বর অনুসদ্ধানী প্রতিবেদন (স্মারক নং- ৪৭৩২, তারিখ- ৯/১২/২০১৩ইং) প্রেরন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় ডাকাত দলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন এবং বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য প্রবাসী মিজানুর রহমানের পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরকে অনুরোধ করেন। এর প্রেক্ষিতে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির বাদী হয়ে কালাইকোণা গ্রামের মৃতঃ ইকরাম উল্লাহর পুত্র কদ্দুস আলী (৫১), মৃতঃ আতর উল্লাহর পুত্র বাদুর মিয়া (৩২) ও শারজান মিয়া (৩৫), কদ্দুস আলীর পুত্র খালেদ মিয়া (২৫), ফয়সল মিয়া (২০), মৃতঃ ছমদ উল্লাহর পুত্র নশাদ মিয়া (৩৩) এবং অজ্ঞাত নামা আরও ১০/১১ জনকে আসামী করে মৌলভীবাজারের ২নং আমল আদালতে একটি পিটিশন মামলা (নং- ৪১২/২০১৩ (রাজ), তারিখ- ১৮/১২/২০১৩ইং) দায়ের করেন। মামলা দায়েরের পর প্রায় দুইমাস অতিক্রান্ত হতে চললেও, কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি রাজনগর থানার পুলিশ। আসামীরা সদর্পে বুক ফুলিয়ে এলাকায় ঘোরাফেরা করলেও রাজনগর থানার পুলিশের কাগজে কলমে সকল আসামীই পলাতক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top