সকল মেনু

বিড়ি সিগারেট গুল ও জর্দা ফ্যাক্টরীর সহায়তায় আশংকাজনক তামাক চাষ

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ১২ ফেব্র“য়ারি:  নীলফামারী জেলায় বিড়ি, সিগারেট কোম্পানিগুলোর সহায়তায় দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে তামাকের চাষ। এতে করে ব্যর্থ হচ্ছে সরকারের তামাক বিরোধী অভিযান। ফলে এখানে মানা হচ্ছে না তামাক নিয়ন্ত্রণ আইন। ভাল দামের নিশ্চয়তা, বীজ, সার, কীটনাশকসহ প্রয়োজনীয় পুঁজির অনিশ্চয়তা না থাকায় প্রলুব্ধ হয়ে ওই আবাদ বাড়িয়ে দিচ্ছে জেলার সদর, জলঢাকা, সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলার কৃষক। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক কৃষকদের সরকারিভাবে নিরুৎসাহিত করা হয়ে থাকে। কিন্ত অধিক লাভের আশায় কিছু কিছু বিড়ি সিগারেট কোম্পানি চাষীদের ধান ও সবজি চাষের পরিবর্তে তামাক চাষে আগ্রহি করে তুলছে। জমির মালিকরা যেসব জমিতে ধান ও সবজি চাষ করতো এখন দ্বিগুন লাভের আশায় সেসব জমিতে তামাকের আবাদ হয়েছে। নীলফামারী জেলার সৈয়দপুরে গড়ে উঠেছে জর্দা ও গুল ফ্যাক্টরী। এছাড়া পার্শ্ববর্তী রংপুর জেলায় আছে অনেক অনেক বিড়ি- সিগারেট কোম্পানি। এ অঞ্চলে কৃষকদেও দারিদ্রতার সুযোগ নিয়ে প্রয়োজনীয় অর্থ, বীজ, সার, কীটনাশক সরবরাহ করে ক্ষতিকর তামাক চাষে উৎসাহি করছে তারা। মৌসুম শুরু হওয়ার আগেই এসব পৌঁছে যাচ্ছে কৃষকদের হাতে। নীলফামারী জেলাস্থ বড় একটি সিগারেট কোম্পানির পার্সেজ অফিসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সংগঠনের তামাক বিরোধী প্রচারণার কারণে অনেকটা বাধ্য হয়ে কৃষকদের বিভিন্ন সুযোগ- সুবিধা দিয়ে তামাকের আবাদ করানো হচ্ছে। শুধু অর্থ বা উপকরণ নয় উৎপাদিত তামাকের দামের নিশ্চয়তাও যেখানে কৃষকরা পেয়ে থাকে সেখানে অন্য ফসল করে ফলন বা মূল্য বিপর্যয়ের ঝুঁকি নিতে চান না কৃষকরা। তাই তামাক বিরোধী প্রচারণা খুব একটা আকৃষ্ট করে না তাদের। তামাক আবাদেও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়না বলে কি পরিমাণ তামাক আবাদ হচ্ছে তার কোন পরিসংখ্যান নেই জেলা কৃষি বিভাগের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, প্রতিবছর তামাকের আবাদ কমছে। অথচ জেলার সদর উপজেলার টুপামারি, রামগঞ্জ, জলঢাকা উপজেলার কাঁঠালি, কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া, পারেহাট প্রভৃতি  স্থানে দেখা যায় দিগন্ত জোড়া তামাক ক্ষেত। এসব তামাক ক্ষেতে এবং তামাক প্রক্রিয়াজাতকরণের সাথে বড়দের পাশাপাশি শিশুদের ব্যবহার করা হচ্ছে। ফলে তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। মেডিসিন বিশেষজ্ঞ ডা.শেখ নজরুল ইসলাম জানান, তামাক সেবন করলে শরীরের রক্তনালীগুলো ব্লক হয়ে যায়। এমন কি শুধু সেবনেই নয়, জমিতে কাঁচা তামাকের প্রক্রিয়াজাতের সাথে জড়িত তাদের স্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top