সকল মেনু

সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে প্রধানমন্ত্রী

গাজীপুর, ১২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : জেলার কালিয়াকৈর সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে তিনি কালিয়াকৈর সফিপুরে পৌঁছান।

প্রধানমন্ত্রী প্রথমে ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াচ ও সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথির ভাষণ দেন। ভাষণ শেষে প্রধানমন্ত্রী সুইমিংপুলসহ তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আগমনে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে প্রায় ৫ হাজার আনসার ভিডিপি সদস্য সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সমবেত হন।

এবছর সাহসিকতার জন্য ৪টি ক্যাটাগরিতে ৮০ জন আনসার সদস্য ও সদস্যাকে দেওয়া হচ্ছে সম্মাননা পদক।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top