সকল মেনু

ঘর সাজাতে চমৎকার বোতল বাতি!

প্রযুক্তি প্রতিবেদক, ঢাকা, ১০ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : সামনেই আসছে ভ্যালেন্টাইন’স ডে। ক্যান্ডেললাইট কিংবা মোমবাতির মিটিমিটি আলোর চেয়ে রোমান্টিক পরিবেশ আর কি হতে পারে! তবে সে জায়গায় একটু নতুনত্ব নিয়ে আসতে পারে এ ফিচারের প্রচ্ছদে দেখানো বোতল-বাতি!

এ খালি বোতলগুলোতে লাগানো হয়েছে স্মার্ট কর্ক বা ছিপি। আর এ কর্কের সাথে লাগানো রয়েছে LED বাতি। বাতিগুলোর সাথে লাগানো হয়েছে USB সকেট। এর মাধ্যমে সহজেই চার্জ করে নেয়া যাবে বাতিগুলোকে। এ বোতল-বাতিগুলোর মূল্য ধরা হয়েছে ১৫ মার্কিন ডলার। SuckUK নামে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠান এ বোতল বাতির স্মার্ট-কর্ক তৈরি করেছে। বাতিটির ব্যাস ২.৩ সেমি, যা খুব সহজেই যেকোন বোতলের মুখে আটকানো যাবে। আর উচ্চতা হচ্ছে ৫ সেমি। কোম্পানির ওয়েবসাইট (http://www.suck.uk.com/products/bottle-light/#info) থেকে যে কেউ এ বোতল বাতির জন্য অর্ডার দিতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top