সকল মেনু

দ্বিস্তরবিশিষ্ট টেস্ট বলতে কিছু নেই : পাপন

ঢাকা, ১১ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : যে দ্বিস্তরবিশিষ্ট ক্রিকেট নিয়ে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছিল। ক্রিকেট বিশ্বে বিভাজনের নিকশ কালো মেঘ জমে উঠেছিল। হয়েছে ভুরি ভুরি লেখালেখি, প্রতিবাদ। কিন্তু সেই দ্বিস্তর বিশিষ্ট টেস্টের বিষয়টা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন দ্বিস্তর বিশিষ্ট টেস্ট চালুর বিষয়ে কোনো কথা প্রস্তাবে ছিল না। মিডিয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি লেখালেখি হয়েছে। আর সহযোগী দেশের সঙ্গে টেস্ট খেলে বাংলাদেশ হেরে গেলেও টেস্ট স্ট্যাটাস হারানোর কোনো ভয় নেই।

মঙ্গলবার রাতে তিনি ৭১ টেলিভিশনের- একাত্তর সংযোগে বলেন, ‘দ্বিস্তর বিশিষ্ট টেস্ট বলতে কিছু নেই। র‌্যাংকিংয়ের নবম এবং দশম স্থানের দলের সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দল টেস্ট খেলবে। এই দুই দলকে হারাতে পারলে অষ্টমস্থানে থাকা দলটির সঙ্গে টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবে। তাদেরকে হারাতে পারলে ইন্টার কন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলটি টেস্ট খেলার যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ তাদের কাছে হেরে গেলেও টেস্ট স্ট্যাটাস হারাবে না। আগের মতোই সবকিছু ঠিকঠাক থাকবে। এফটিপি আগের মতোই থাকবে। তার সঙ্গে দুই দেশের সমঝোতার ভিত্তিতেও সিরিজ খেলা যাবে।’

এছাড়া তিনি আরো জানান, বিগ থ্রি’র প্রস্তাবের পক্ষে সমর্থন না দিলে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হত। প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়ায় অনেক ভালো হয়েছে। এখন আমরা আগের চেয়ে আরো বেশি টেস্ট খেলতে পারব। আগের চেয়ে বেশি টাকা পাব। আগে আইসিসির কাছ থেকে যে টাকা পেতার তার একটা অংশ ফেরত দিতে হত। কিন্তু এখন যা পাব তা আগের চেয়ে অনেক বেশি এবং সেটা ফেরত দিতে হবে না।

বাংলাদেশে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়া এবং বিপিএল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আইপিএলের ম্যাচ হওয়ার ব্যাপারে আমি আশাবাদী নই। হতে পারে এবং হলে হয়তো ভালোই হবে। তবে বিপিএল বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিপিএল এখন যেভাবে হয়তো সেভাবে হবে না। অন্যভাবে হবে।’

বিপিএলের খেলোয়াড়দের পাওনা টাকা এখনো পরিশোধ করা হয়নি। কেন হচ্ছে না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের পাওনা টাকার ৯০ শতাংশ দেয়া হয়েছে। দেশি খেলোয়াড়দের ৭৫ শতাংশ দেয়া হয়েছে। কিন্তু বিপিএলের বিষয়টি নিয়ে ট্রাইব্যুনাল চলছে। আর সেটার আইনগত কারণে বাকি টাকা আমরা দিতে পারছি না।’

এ ছাড়াও তিনি বাংলাদেশ ভবিষ্যতে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সফরে যাবে এবং তারা বাংলাদেশ সফরে আসবে সে বিষয়টি জোর দিয়ে জানান। আর ভবিষ্যতে দ্বিস্তর বিশিষ্ট টেস্ট চালু হওয়ারও যে কোনো সম্ভাবনা নেই সেই বিষয়টি তিনি পরিস্কার করে উপস্থাপন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top