সকল মেনু

মাইলস্টোন কলেজে নবীন বরণ, পুরষ্কার বিতরণী এবং সাস্কৃতিক অনুষ্ঠান

 হটনিউজ ডেস্ক,ঢাকা: রাজধানী উত্তরা মডেল টাউনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ অনুষ্ঠিত হলো একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ এবং বার্ষরিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। গত ৮ ফেব্র“য়ারি কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। নবীন বরণ পর্বে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। নান্দনিক এই আয়োজনে কলেজের উপাধ্যক্ষ লে.কর্নেল এম. কামালউদ্দিন ভূইয়া (অব.), পরিচালক মোঃ মাসুদ আলম, সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি উভয়ে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের সুশৃঙ্খল পরিবেশনায় নিজেদের মুগ্ধতা প্রকাশ করে। এময় প্রধান অতিথি শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, বর্তমান সরকার শুরু থেকেই শিক্ষাবান্দব সরকার হিসেবে বাংলাদেশের সকল ধরণের শিক্ষার উন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। আগামীতেও  শিক্ষা উন্নয়নের সকল ধারা অব্যাহত থাকবে। স্বাগত বক্তব্যে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, মাইলস্টোন কলেজ স্বপ্ন দেখায় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে শেষ পর্যন্ত লড়াই করে যায়। তিনি বলেন, তোমরা সেই স্বপ্ন বিজয়ীদের মতোই হবে; যারা সফল এবং সমাজের কল্যাণে কাজ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top