সকল মেনু

‘ক্রাইম ফিকশন’ অবলম্বনে খন্ড নাটক গাজী টিভিতে

বিনোদন ডেস্ক, ১১ ফেব্রুয়ারি (হট নিউজ 24বিডি) : বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকান্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে এই প্রথম বাংলাদেশী কোন বেসরকারী টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত এক ঘন্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খন্ড নাটক।

ভিন্ন্‌ ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ক্রাইম ফিকশন’। এর আগে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে ক্রাইম বিষয়ক নানা রকম অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকলেও তা পূর্ণাঙ্গ নাটক আকারে এই প্রথম নির্মিত হলো।

অনুসন্ধানী এই নাটকটি নির্মিত হয়েছে গাজী টেলিভিশনের নিজস্ব  প্রযোজনায় আর নির্মাণ করেছেন চ্যানেলের প্রযোজক তারেক খান।

এ নাটকের শিল্পী ও কলা-কুশলীরা প্রত্যেকেই দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ মঞ্চ নাট্যকর্মী এবং যাদের মধ্যে অনেকেই টেলিভিশন পর্দায় প্রথমবারের মত অভিনয় করছে।

এই নাটকের মূল বৈশিষ্ট হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তায় ভরপুর যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে।

লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যাতিক্রমী এই ধারাবাহিক নাটকটি সপ্তাহের বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top