সকল মেনু

‘জয়’ আসবে টি-টোয়েন্টিতেও

চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াকু পারফরমেন্সের পর সবার চোখ এখন টি-টোয়েন্টি সিরিজের দিকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেয়িামে আগামীকাল বুধবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।

চার-ছক্কার টি-টোয়েন্টি ম্যাচ ক্রিকেটের নতুন সংস্করণ। মূল ক্রিকেটের বাইরে সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজন টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ব্যাটসম্যানরা রানের ঝড় বইয়ে দেয়। ক্রিকেট খেলুড়ে প্রথম সারির দেশগুলো টি-টোয়েন্টি আয়ত্বে আনতে পারলেও লাল-সবুজের বাংলাদেশ খানিকটা পিছিয়ে। এর মূল কারণ অবশ্য টি-টোয়েন্টি ম্যাচ কম খেলা।

গত দুই বছরে বাংলাদেশ মাত্র ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যেখানে গত বছর খেলেছে মাত্র ৪টি ম্যাচ। বাংলাদেশ এত কম ম্যাচ খেলছে সেখানে অন্যান্য দেশগুলো বছরে গড়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলছে ১৪ থেকে ১৬টি।

সামনেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে চার-ছক্কার টি-২০’র বিশ্ব আসর । ছেলেদের ১৬টি দলের সাথে মেয়েদেরও ১০টি দল টুর্নামেন্টে অংশ নেবে। স্বাগতিক হিসেবে খেলবে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ কি পারবে আশানুরূপ পারফরমেন্স করতে?

এখন পর্যন্ত বাংলাদেশ ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। জয়ের থেকে পরাজয়ের পাল্লাটাই বেশি ভারি। ২২টি পরাজেয়র মধ্যে জয় মাত্র  নয়টি ম্যাচে। এর মধ্যে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলেছে ২৩ টি ম্যাচ। সেখানে ৪ টি জয় ও ১৯ টি পরাজয়। পরিসংখ্যানই বলে দেয় টি-টোয়েন্টিটা এখনও অনেক শেখা বাকি।

তবে গত এক বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা বাংলাদেশ নিজেদের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে লড়াই করেই পরাজিত হয়েছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ মিরপুরে নিউজিল্যন্ডের করা ২০৪ রানের জবাবে বাংলাদেশ ১৮৯ রান সংগ্রহ করে ১৫ রানে পরাজিত হয়।

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আগের দুবারের লড়াইয়ে হারের স্বাদ নিয়েছে টাইগাররা। ২০০৭ সালে প্রথম মুখোমুখিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে টাইগাররা বিশ্ব টি-টোয়েন্টি আসরে ৬৪ রানে পরাজিত হয়। এরপর ছয় বছর পর সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পালাকেল্লেতে লড়াই করে দুই দল। দ্বিতীয় মুখোমুখিতে ১৭ রানে জয় পায় শ্রীলঙ্কা। এবার কি ভাগ্যদেবীর সহায়তায় জয়ের মুখ দেখবে বাংলাদেশ?

প্রশ্নটা সবারই। তবে আশাহত হবার কারণ নেই। জাতীয় দল যেভাবে ধারাবাহিক ক্রিকেট খেলছে সেভাবে খেলতে পারলেই ‘জয়’ নামক সোনার হরিণ নিশ্চিত ধরা দেবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top