সকল মেনু

উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

 ইকবাল হোসেন, রংপুর: উপজেলা নির্বাচনে রংপুর বিভাগে প্রার্থীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগ বেশি। বিভাগের ৮ জেলার মধ্যে ৬ জেলায় ১৭ উপজেলায় আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে ৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আঞ্চলিক ও জেলা  নির্বাচন অফিসগুলোতে উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের কোন অভিযোগ আসেনি।রংপুরের মিঠাপুকুরে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন এক চেয়ারম্যান প্রার্থী। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামান পারভেজ এ অভিযোগপত্র দাখিল করেছেন। তবে এখন
পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মিঠাপুকুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক
বরাদ্দ করা হয়েছে। অভিযোগে বলঅ হয় নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে মেসবাহুল ইসলাম মিলন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বলে মাইকিং
করছেন। এছাড়াও, তিনি একাধিক যানবাহন ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।  অপরদিকে, আরেক চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের জাকির হোসেন সরকারও  একাধিক যানবাহন ব্যবহার করে প্রচারণা করছেন বলে দাবি করেন পারভেজ। তবে জাকির হোসেন জানান, তিনি নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচারনা  চালাচ্ছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। সহকারী  রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার হারুন-অর রশীদ জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের  জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত একমাত্র প্রার্থী হচ্ছেন একেএম ছায়াদত হোসেন বকুল, বিএনপির প্রার্থী রয়েছেন সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেশকোয়ারা হাবীব মুক্তি। চেয়ারম্যান প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল অভিযোগ করেন সরকার দলীয় প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে প্রচারনা চালাচ্ছেন। তবে সরকার দলীয় প্রার্থী একেএম ছায়াদাত হোসেন এই অভিযোগ অস্বীকার করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top