সকল মেনু

টোকিও’র নতুন মেয়র মাসুজো

ডেস্ক রিপোর্ট, ঢাকা, ১০ ফেব্রুয়ারি(হটনিউজ24বিডি) : জাপানের রাজধানী টোকিও’র মেয়র নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ইয়োইসি মাসুজো। তিনি সাবেক টেলিভিশন-উপস্থাপক ও মন্ত্রী ছিলেন।

রোববার টোকিও’র মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের রায়ে পারমাণবিক শক্তি ব্যবহারের পক্ষে জনগণ মত দিয়েছে বলে মনে করা হচ্ছে।

মাসুজোর দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপানকে পারমাণবিক শক্তিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ভোট চেয়েছেন। তাদের বিপক্ষে অবস্থান নিয়ে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের কথা বলেছেন মাসুজো।

জাপানের ক্ষমতাসীন সরকারের সমর্থক মাসুজো। তিনি মোট ভোটের ৩০ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ২০ শতাংশ করে ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।

তবে ১৩ মিলিয়ন (এক কোটি ৩০ লাখ) মানুষের টোকিও’র প্রধান নির্বাহী হতে ১৬ জন প্রার্থী ভোটে লড়েছিলেন। এর মধ্যে মাসুজোকেই বেছে নিয়েছেন টোকিওবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top