সকল মেনু

সাড়ে চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া, ১০ ফেব্রুয়ারি(হটনিউজ24বিডি): সাড়ে চার ঘণ্টা পর আবারও শুরু হলো চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় পড়লে ওই পথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন গিয়ে উদ্ধার করলে রাত ১১টায় ট্রেন চলাচল শুরু হয়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসীন উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়েই আখাউড়া থেকে ঘটনাস্থলে যায় উদ্ধারকারি ট্রেন। উদ্ধার কাজ শেষ হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top