সকল মেনু

চাঁদপুরের কচুয়ায় স্বামীর দেয়া আগুনে গৃহবধূর মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, মাকসুদুল আলম, চাঁদপুর : চাঁদপুরের কচুয়ায় স্বামীর দেয়া আগুনে সীমা রানী দাস (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টায় সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকতসাধীন অবস্থায় তিনি মারা যান।
সীমা চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের চৌকিদার বাড়ির কেশব চন্দ্র দাসের স্ত্রী। সীমার পরিবারিক সূত্রে জানা যায়, গত ৭বছর আগে শীতল চন্দ্র দাসের ছেলে কেশব চন্দ্র দাসের ছেলে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার বাতেশ্বর গ্রামের দুখী রাম দাসের মেয়ে সীমার পারিবারিক ভাবে বিয়ে হয়ে। তাদের দাম্পত্য জীবনে কিশোর চন্দ্র দাস (৫) এক ছেলে রয়েছে।
শনিবার গভীর রাতে সীমা ও কেশবের মাঝে যৌতুকের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে সীমার গায়ে কেরসিন ঢেলে আগুন দেয় কেশব । সীমার ডাক চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সাড়ে ৭টায় সীমা মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সীমার বড় ভাই বিজয় চন্দ্র দাস জানায়, এ নিয়ে মামলা করা হবে বলে জানান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্ত শেষে ঘটনা সত্যতা জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top