সকল মেনু

ক্যাশ চাওয়ায় চিফ হুইপ দুঃখিত

শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে এক গণসংবর্ধনায় ‘ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ’ এ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, ‘একই সঙ্গে আমি এটাও বলবো গণমাধ্যমে যে বক্তব্য এসেছে তা অতিরঞ্জিত। এটা আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।’

রোবারা সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আ স ম ফিরোজ দাবি করেন তিনি গণসংবর্ধনায় বলেছিলেন, ‘নির্বাচন করতে অনেক টাকা লাগে। তাই ক্রেস্ট না, ক্যাশ চাই, ক্যাশ। আর সেটা নেতাকর্মীদের উদ্দেশে বলেছিলাম মজা করে। আমি তাদের বলেছি- সামনে উপজেলা নির্বাচন সেখানে অনেক টাকা লাগবে। তাই দলের ফান্ড তৈরি করতে হবে।’

তিনি বলেন, ‘আমি আমার পাশে থাকা নেতাকর্মীদের এ কথা বলেছি। সেখানে যদি মাইকের স্পিকার অন থাকে সেখানে তো আমার কিছু করার নেই।’ আর সেটা গণমাধ্যমে কীভাবে আসতে পারে এ নিয়েও প্রশ্ন তুলেন তিনি।

সংবাদ সম্মেলনে আ স ম ফিরোজ বলেন, ‘আমি লোভ লালসার ঊর্ধ্বে থেকে রাজনীতি করি। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে আমি জেল জুলুমের শিকার হয়েছি। এরপরও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। কারণ আমি আমার নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত। যে কারণে সেখানে অনেকে মনোনয়ন পান না। তারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদি আমাকে হেয় করে তাদের মনোনয়ন চূড়ান্ত করা যায়।’

শুক্রবারের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সেদিন আমাকে সংবর্ধনা দেয়ার জন্য সেখানে প্রায় ২ থেকে ৩ হাজার লোক এসেছিলেন। তারা সবাই আমাকে শুভেচ্ছা ও ভালবাসা জানাতে এসেছিল। আমি দেখলাম এতো লোক আমাকে শুভেচ্ছা জানানোর সময় পাবে না। তাই আমি বলেছিলাম আমি পরের দিন অফিসে থাকবো সেখানে শুভেচ্ছা জানাতে পারবেন।’

এ বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এই বিষয়ে আমার চেয়ে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছে তাদের দুঃখ প্রকাশ করা উচিৎ। তারপরও আমি দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখিত।’

তিনি বলেন, ‘৩৫ বছরের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে আমাকে ভেনিশ করার চেষ্টা করেছে প্রথম আলো ও ডেইলি স্টার। কিন্তু আল্লাহর রহমতে তারা তা পারে নাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top