সকল মেনু

উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর নাম ঘোষণা এরশাদের

ঢাকা, ৯ ফেব্রুয়ারি :  প্রথম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার দুপুরে এরশাদের প্রেস এণ্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন চেয়ারম্যান পদে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোঃ মেজবাহুল ইসলাম মিলন চৌধুরী, পীরগাছা উপজেলায় আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, নীলফামারীর ডিমলা উপজেলায় আব্দুল লতিফ চৌধুরী, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন, নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মোঃ ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, ঝিনাইদহ সদর উপজেলায় ড. হারুন অর রশীদ, নরসিংদীর বেলাবো উপজেলায় শাহ এহসানুল করিম মুকিত সোহেল, বরিশালের গৌরনদী উপজেলায় মোঃ জাকির হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে বরিশালের গৌরনদী উপজেলায় আবু হানিফ খলিফা এবং একই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ কুলসুম বেগম, মিঠাপুকুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলহাজ্ব আবুল লতিফ খান।

অবশিষ্ট প্রার্থীদের প্রতি এরশাদ তার সমর্থনের কথা জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে জানিয়ে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top