সকল মেনু

নারী আসন নিয়ে ছয় দলের জোট করেছে আ.লীগ

ঢাকা, ৯ ফেব্রুয়ারি : দশম সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ছয়টি দলের সমন্বয়ে জোট করেছে আওয়ামী লীগ।

রোববার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এড. রিয়াজুল কবির কাওছার ইসিতে এ সংক্রান্ত চিঠি পৌঁছান। নারী আসনের নির্বাচনের জন্য ছয় দলের ২৪৮ জন তালিকা নিয়ে জোটের অবস্থান জানাতে নির্বাচন কমিশনে আসেন তিনি।

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আওয়ামী লীগ এ তালিকা দিয়ে তাদের জোটের অবস্থান পরিষ্কার করে। এ ব্যাপারে রিয়াজুল কবির কাওছার সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন নারী আসনের তফসিল দেয়ার আগে নির্বাচিত দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের তালিকা দিয়ে কারা কোন জোটে থাকবে বা দলের অন্তর্ভুক্ত হবে তা জানাতে বলেছে। আমরা আমাদের জোটভুক্ত ছয় দলের তালিকা দিয়েছি।

আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো হলো  আওয়ামী লীগ (২৩২ জন), ওয়ার্কাস পার্টি (৬জন), জাসদ (৫জন), জেপি (২ জন) তরিকত ফেডারেশন (২ জন) ও বিএনএফ (১ জন)। সব মিলিয়ে জোটভুক্ত দলের সংসদ সদস্য ২৪৮। নির্বাচন কমিশন এ সংখ্যার ভিত্তিতে নারী আসন বন্টন করে তফসিল ঘোষণা করবে।

ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় অবস্থান জানিয়ে চিঠি দিয়েছে। কমিশনের বেঁধে দেয়া সময়ের শেষ দিন ছিল আজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top