সকল মেনু

বিএনপির মহানগর কমিটিতে পরিবর্তন আসছে

ঢাকা, ৮ ফেব্রুয়ারি : বিএনপির মহানগর কমিটিতে পরিবর্তন আসছে। সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতার দায়ে অভিযুক্ত এ ইউনিটকে ভেঙে নতুন আহ্বায়ক কমিটি দিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় সূত্র এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। 
সূত্র মতে, বিএনপির ঢাকা মহানগর কমিটিকে তলব করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকের বিষয়টি স্বীকার করে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম রাইজিংবিডিকে জানান, ওই দিন রাতে গুলশান কার্যালয়ে বর্তমান কমিটিকে ডেকেছেন চেয়ারপারসন।
সূত্রের দাবি, বৈঠকে কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কথা বলবেন খালেদা জিয়া। কমিটি ভেঙে নতুন একটি আহ্বায়ক কমিটি হতে পারে। ২১ সদস্যবিশিষ্ট ওই কমিটির মেয়াদ হতে পারে এক মাস। দায়িত্বপ্রাপ্ত নেতাদের ওয়ার্ড, থানা ও মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশনা থাকবে। 
এ ছাড়া সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে ঢাকা মহানগর সংগঠনকে দুই ভাগে ভাগ করার বিষয়েও আলোচনা চলছে। বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত কথা হয়। ওই বৈঠকে আন্দোলনে মহানগরের বর্তমান কমিটির ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনা হয়। ২৯ ডিসেম্বর ঢাকায় তাদের আত্মগোপনের সমালোচনা করা হয়।
জানা গেছে, সোমবার রাতে বৈঠকের পর পরই বর্তমান কমিটি ভেঙে দেওয়া হতে পারে। আবার পর দিন মঙ্গলবার নতুন কমিটির ঘোষণা আসতে পারে। 
এদিকে, ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির প্রধান চূড়ান্ত না হলেও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার নাম শোনা যাচ্ছে। তবে শারীরিক অসুস্থতার কারণে হান্নান শাহর এ বিষয়ে আগ্রহ নেই। 
জানতে চাইলে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রাইজিংবিডিকে জানিয়েছেন, এ ধরনের দায়িত্ব নিতে চান না তিনি।
২০১১ সালের ১৪ মে বেগম খালেদা জিয়া বর্তমান আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ঢাকা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন করার কথা থাকলেও প্রায় দুই বছরেও তা বাস্তবায়ন হয়নি। 
তবে বর্তমান কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে জেলে রেখেই কমিটি ভাঙাকে ভালো চোখে দেখছে না মহানগরের অনেক নেতা। তাদের মতে, কমিটি ভাঙার মতো গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নিতে সাদেক হোসেন খোকার উপস্থিতির বিষয়টি অগ্রাধিকার দেওয়া উচিত।
জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান রাইজিংবিডিকে জানান, দলের মহানগর কমিটি নিয়ে ভাবছে বিএনপি। দলের এ নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে এখানে পরিবর্তন আসতে পারে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top