সকল মেনু

নড়াইলের জেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

 নড়াইল প্রতিনিধি:  পোস্টার ছেড়াকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আসজাদুর রহমান মিঠু ও কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান প্রার্থী নওয়াবুল আলমের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।  শনিবার  দুপুরে কালিয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় নওয়াবুল আলমের সমর্থকরা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে অবাঞ্চিত ঘোষণা করেন। চেয়ারম্যান প্রার্থী মিঠুর বড় ভাই নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, নওয়াবুল আলম নড়াইল-১ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি কবিরুল হক মুক্তির কথামত নির্বাচনে দাঁড়িয়েছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে এসে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নওয়াবুল আলম জানান, জেলা বিএনপির সভাপতি (জাহাঙ্গীর) তার লোক দিয়ে আমার পোস্টার (মোটরসাইকেল প্রতীক) ছিড়ে ফেলেছেন এবং একের পর এক আমার সাথে মিথ্যাচার করে যাচ্ছেন। তাকে কালিয়ায় অবাঞ্চিত করা হয়েছে বলেও  জানিয়েছেন তিনি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, আইনশৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে দু’গ্রুপকে দলীয় কার্যালয় থেকে বের
করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top