সকল মেনু

আলু চাষ করে পূঁজি হারিয়ে বিপাকে পঞ্চগড়ের কৃষকেরা

 ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি :  অধিক লাভের  আসায় ভালোভাবে চলার স্বপ্ন নিয়ে ধার দেনা করে আগাম আলু চাষ করেছিল পঞ্চগড়ের চাষিরা। কিন্তু হরতাল অবরোধ তাদের সে স্বপ্ন গুড়িয়ে দিয়েছে। বর্তমানে পঞ্চগড়ে প্রতি কেজি আলু মাত্র ১ টাকা ২৫ পয়সা দরে পাইকারি বিত্রি হচ্ছে। ফলে আগাম আলুর চাষ করে পূঁজি হারাতে বসেছে হাজার হাজার কৃষক।  পঞ্চগড়ের এখন বিঘার পর বিঘা জমিতে আবাদকৃত আলু পড়ে আছে। কেননা ওই আলু বিক্রি করে লাভতো দূরের ব্যাপার, জমি থেকে আলু তুলতে যে খরচ সেটুকু না পাওয়ায় অধিকাংশ জমির আলু জমিতেই ফেলে রাখা হয়েছে।  অথচ অন্যান্য বছর আগাম আলু আবাদ করে জেলার চাষীরা বেশ লাভবান হয়েছিল। তাই এবার আবাদকৃত আমন, বোরো, পাট, গমের লোকসান পুষিয়ে নিতে পঞ্চগড়ের জেলার অসংখ্য চাষি সবজিসহ আগাম জাতের আলু চাষে ঝুঁকে পড়েছিল। কিন্তু এ বছর টানা হরতাল অবরোধের কারণে আগাম আবাদকৃত আলু বিক্রি করতে পারেনি। ফলে হরতাল অবরোধের পর গাড়ি চলাচল স্বাভাবিক হলেও সারা দেশের আলু একই সময়ে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় সরবরাহ হওয়ায় আলুর চাহিদা এবং দাম কমে যায়। এদিকে দীর্ঘদিন জমিতে রেখে দিলে আলুতে কালো দাগ পড়বে তাই ক্ষেতেও আলু রাখতে পারছেনা চাষীরা। ক্রেতার অভাবে অস্বাভাবিক হারে কমে গেছে। স্থানীয বাজারে প্রতি কেজি আলু ২ টাকা দরে বিক্রি হলেও জমিতে ১ টাকা ২৫ পয়সা দরেও ক্রেতা মিলছে না।  চাষীদের অভিযোগ, আলু উৎপাদনে প্রতি বিঘায় কৃষকদের খরচ হয়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। আর বর্তমানে বাজার দর অনুযায়ী প্রতি বিঘার আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫ হাজার টাকা দরে। আবার ক্ষেত থেকে আলু তুলতে শ্রমিকদের মজুরী দিতে হচ্ছে বিঘা প্রতি ৫ হাজার টাকার উর্দ্ধে। (একজন মজুর সারাদিন ক্ষেত থেকে আলু তুলবেন সর্বোচ্চ ৩ মণ, যার দাম ১৫০ টাকা। আর তাকে মজুরী দিতে হচ্ছে ১৫০/-থেকে ২০০/- টাকা) । এমতাবস্থায় অনেক কৃষক জমি থেকে আলু উত্তোলন না করে আবাদকৃত আলু ক্ষেতে চাষ দিয়ে অন্য ফসল লাগানোর কথা ভাবছেন চাষীরা। এ ব্যাপারে পঞ্চগড়ের কৃষি বিভাগ থেকে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, এ বছর লক্ষ্যমাত্রার চাইতে অতিরিক্ত জমিতে আলুর চাষ হয়েছে। ভালো দাম পেলে আগামীতে আলু চাষ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top