সকল মেনু

ক্রিকেটের বিতর্কিত আইন পাস

অনেক দেন দরবারের পর অবশেষে পাস হলো ক্রিকেট বিশ্বে ‘তিন মোড়লের বিতর্কিত আইন। শনিবার সিঙ্গাপুরে ক্রিকেট কাউন্সিলের বিশেষ সভায় পাকিস্তান ও শ্রীলঙ্কার কঠোর বিরোধিতা সত্ত্বেও আইনটি পাস হয়।

আইসিসি’র ১০ সদস্যের মধ্যে আটটি দেশ নতুন আইনে সমর্থন দিয়েছে। নতুন আইনের ফলে ক্রিকেট বিশ্বে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের একক আধিপত্য প্রতিষ্ঠিত হলো। এই আইনের বলে আইসিসি’র পাঁচ সদস্যের অর্থনৈতিক নির্বাহী কমিটিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংলান্ডের সদস্যপদ স্থায়ী হয়ে গেল। আর এই আইনের প্রবক্তা ভারতের ক্রিকেট কাউন্সিলের শ্রীনিবাস পেয়ে গেলেন আইসিসি’র প্রথম চেয়ারম্যানের পদ। চলতি বছরের মাঝামাঝিতে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

বৈঠক শেষে আইসিসি প্রেসিডেন্ট অ্যালান ইসাক বলেন, আজকের বৈঠকে ১০টি পূর্ণ সদস্য দেশের মধ্যে আটটি দেশ নতুন আইনের পক্ষে সমর্থন দিয়েছে। বাকী দু’টি দেশ সর্বসম্মতভাবে অনুমোদনের জন্য এ সপ্তাহে আরো আলোচনার প্রস্তাব দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top