সকল মেনু

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ফখরুলের

ঢাকা, ৮ ফেব্রুয়ারি : কঠোর আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আদায় করা হবে। কঠোর আন্দোলনের প্রস্তুতি চলছে। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার বৈধ সরকার নয়। এই সরকার জনগণের সরকার নয়।

শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার ৫ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভিন্ন কায়দায় বাকশালি শাসন কায়েম করেছে। সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ তথাকথিত সংসদ ও অবৈধ সরকার দিয়ে দেশ পরিচালনা করছে।

এজন্য তাদের জবাবদিহি করতে হবে। এ সময় বর্তমান সরকারকে জনসমর্থনহীন সরকার বলে আখ্যা দেন তিনি।
সদ্য কারামুক্ত চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ও দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ দলীয়  নেতাকর্মীরা এ সময় তাদের সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top