সকল মেনু

বাণিজ্য মেলার শীর্ষে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন চার শতাধিক পণ্যের সমাহার

 অর্থনৈতিক রিপোর্টার : দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছে ১৯ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাণিজ্য মেলার শেষ শুক্রবার ছিল গতকাল। সময় যতই ফুরিয়ে আসছে, মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের সমাগম বাড়ছে ততই বেশি। সেই সঙ্গে প্রতিযোগিতার যুগে বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে জনপ্রিয়তার বৃদ্ধির পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে মরিয়া প্রতিটি প্রতিষ্ঠানের মালিকরা। এই  প্রতিযোগিতায় টিকে থাকতে কেউ কেউ দিচ্ছেন লোভনীয় ছাড়, আবার কেউ কেউ দিচ্ছেন একটার সঙ্গে আরেকটা ফ্রি, আবার অনেকেই নিয়ে আসছেন সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি, রুচি ও গুনগত মান সম্মত, সাশ্রয়ী এবং টেকসই পন্য। এবারের বাণিজ্য মেলায় ১৮ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে ১৬৮টি রেগুলার এবং ২৭টি দৃষ্টি নন্দন আপকামিং পণ্য নিয়ে এসেছে দেশিয় ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনের প্যাভিলিয়ান ইনচার্জ আকরামুজ্জামান অপু জানান, প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে সব সময়ই ক্রেতাদের রুচি, স্বাদ আর সাধ্যকে বিবেচনা করে বাজারে নিয়ে আসছে গুণগত মান সম্পন্ন নতুন নতুন পন্য। তিনি জানান, এবারের বাণিজ্য মেলায় সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের ১৯টি এলইডি টিভি নিয়ে এসেছে ওয়ালটন। যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। এছাড়াও রয়েছে আরো ৬টি দৃষ্টি নন্দন আপকামিং মডেলের টিভি। ওয়ালটনের প্যাভিলিয়নে রয়েছে
১৬টি মডেলের রেগুলার টিভি। তবে গত বারের মতো এবারেও ফ্রিজে চমক নিয়ে এসেছে ওয়ালটন। প্যাভিলিয়নে রয়েছে ৩২টি মডেলের রেগুলার বিভিন্ন মডেল ও রঙের ফ্রিজ। রয়েছে ৭টি আপকামিং মডেলের ফ্রিজ। প্যাভিলিয়ন কর্তৃপক্ষ জানান, ফ্রিজগুলোর মধ্যে সাইড বাই সাইড এবং ডাবল ডোর ডিপ ফ্রিজ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও ৫টি মডেলের রেগুলার এসি, দুটি আপকামিং মডেলের এসি। সুয়িং মেশিন, জুসার, ওভেন, বেলেন্ডার মেশিনসহ ৩৫টি রেগুলার গৃহস্থলী পণ্য এবং ৫টি আপকামিং পণ্য। ১৫টি মডেলের সাশ্রয়ী  জেনারেটর, ১২টি মডেলের মোটরসাইকেল, তিনটি আপকামিং মোটরসাইকেল,  ৬টি অত্যাধুনিক ডিভিডি প্লেয়ার, ২৮টি মডেলের রেগুলার মোবাইল ফোন সেট।
৪টি আপকামিং মডেলের মোবাইল ফোন সেট। প্যাভিলিয়ান কর্তৃপক্ষ জানান, স্টলে যেসব রেগুলার পণ্য প্রদর্শন করা হচ্ছে সেগুলো বাজারে রয়েছে। আর যেগুলো আপকামিং পণ্য সেগুলোও দ্রুত বাজারে আসবে। প্রতিষ্ঠানের জনসংযোগ ও মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ূন
কবির বলেন, ‘আমি বিশ্বাস করি, একটি সফলতা অনেকগুলো সফলতার জন্ম দেয়। আমরা ক্রেতাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছি। ফ্রিজ, টিভি, মোবাইল ফোন সেট, মোটরসাইকেল ক্রয় করা যেন কারো অধুরা স্বপ্ন হয়ে না থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘জানি এ পথচলা খুবই কঠিন এবং চ্যালেঞ্জের। কিন্তু আমরা পিছু হটবো না। আমাদের লক্ষ্য নিন্মবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সব ধরনের ক্রেতাদের সাধ্যের মধ্যে চাহিদা পূরণ করা এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাব মূর্তি উজ্জ্বল করা। জয় আমাদের হবেই ইনশাল্লাহ।’ ওয়ালটনের অতিরিক্ত পরিচালক উদয় হাকিম বলেন, ওয়ালটন প্রতিটি পণ্যের  শুরু থেকে শুরু করে পুরোপুরি তৈরি হওয়া পর্যন্ত অত্যন্ত যত্নবান। কারণ আমরা মনে করি এটা জনমানুষের পণ্য। আমাদের ক্রেতারাই আমাদের সাহস। আর এই সাহসকে কাজে লাগিয়ে আমরা সকল শ্রেণীর মানুষের রুচি, মান,  শাস্রয়ী ও টেকসই পণ্য বাজারে নিয়ে আসছি। আর এ জন্য আমাদের বিশাল এক দক্ষ কর্মী বাহিনী দিন-রাত নিরালসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস আমরা ক্রেতাদের স্বাদ সাধ্যের মধ্যে পূরণ করতে পারবো। এছাড়াও বাণিজ্য মেলায় শক্ত স্থানে অবস্থান করছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি বিভিন্ন মানের ক্যাবল, ফ্যান, ফিটিংসসহ দুশতেও বেশি পণ্য মেরায় এনেছে প্রতিষ্ঠানটি। তবে গর্বের বিষয় হচ্ছে সারা পৃথিবীতে যতগুলো কোম্পানি ক্যবল উৎপাদন করে তাদের মধ্যে ৩৩ নম্বরে রয়েছে বিআরবি ক্যাবল।  বিক্রেতারা জানান, বাণিজ্য মেলাকে শুধু মেলা হিসেবে দেখলে ভুল হবে। এটা বিশাল এক প্রতিযোগিতার জায়গা। এটা দেশের বাণিজ্যের সংস্কৃতিতে বরাবরই নতুন মাত্রা যুক্ত করছে। বিআরবি কেবল ইন্ডাস্ট্রির স্টলের সিনিয়র মার্কেটিং অফিসার এসএম আসাদুল হক বলেন, ক্রেতাদের জন্য এ মেলা একটা প্লাটফর্ম। ক্রেতাদের একটি বড় অংশ এ মেলা থেকেই পণ্য ও ব্র্যান্ড পছন্দ করে থাকেন। এর ফলশ্রুতিতে  বছর জুড়ে ওই ব্র্যান্ডের প্রতি ঝুঁকে যায়। তিনি আরো বলেন,বাণিজ্য মেলায় এমন কিছু পণ্য প্রদর্শন করা যা এর আগে অনেকইে দেখেনি। কিংবা দেখলেও দর ও ব্যবহার সম্পর্কে অনভিজ্ঞ ছিলেন। আবার বড় বড় কোম্পানিগুলো কিছু অত্যাধুনিক আপকামিং পণ্য প্রদর্শন করে সব শ্রেণীর ক্রেতাদের মধ্যে এক
ধরনের আলোড়ন সৃষ্টি করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top