সকল মেনু

কলকাতা বইমেলায় উইকিপিডিয়ার বিশ্বের প্রথম স্টল

ডেস্ক রিপোর্ট: ৩৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্টল দিয়েছে উইকিপিডিয়া কর্তৃপক্ষ। এ ধরনের স্টল বিশ্বে প্রথম বলে দাবি করেছেন উইকিপিডিয়ার প্রতিনিধি।

উইকিপিডিয়ার বাংলা সাইটকে জনপ্রিয় করতেই এই উদ্যোগ। এর অন্যতম উদ্যোক্তা রঙ্গন দত্ত শীর্ষ নিউজকে জানান, ‘বিশ্বের ২০০টি ভাষার মধ্যে আন্তর্জাতিক চেষ্টায় ইংরেজিতে ৪০ লাখ শব্দমালা থাকলেও উইকিপিডিয়ায়

বাংলা শব্দমালার সংখ্যা মাত্র ২৮ হাজার। যেটা কেবলমাত্র বাংলাদেশের উদ্যোগেই সম্ভব হয়েছে। তাই বাংলা শব্দমালা বৃদ্ধিতে সচেতনতা বাড়ানোর জন্য এই সাইট কিভাবে ব্যবহার করা যাবে তাও এই স্টলে হাতে কলমে শেখানো হচ্ছে।

চলতি বছরে বাংলা উইকিপিডিয়া দশ বছরে পা দিয়েছে। উইকিপিডিয়া কর্তৃপক্ষের দাবি, কলকাতা বইমেলার যাত্রা শুরু থেকে কমপক্ষে ৬০০ জন ব্যক্তি উইকিপিডিয়ার বাংলা সাইটে নথিভুক্ত করেছেন। উইকিপিডিয়ার স্টলে এসে খুশি অনেকেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top