সকল মেনু

যুদ্ধবিরতির পর ফিরছে হাজারো সিরিয়াবাসী; তাকফিরিরা পিছু হটেছে

৭ ফেব্রুয়ারি : সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মুয়াদামিয়াত আল-শাম শহরের হাজার হাজার বাসিন্দা ঘরে ফিরতে শুরু করেছে। ইরানের প্রেস টিভি আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।

চুক্তির পর রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী রিফ দিমাস্ক প্রদেশের ওই এলাকা থেকে তাকফিরি সন্ত্রাসীরা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া, যুদ্ধবিরতির অংশ হিসেবে সন্ত্রাসীরা তাদের অস্ত্র জমা দিয়েছে।

যুদ্ধবিরতির পর আল-শাম শহরের এক বাসিন্দা জানিয়েছেন, “ আমি ঘরে না ফিরে আর অপেক্ষা করতে পারছি না। নিজের ঘর ছাড়া জীবন সত্যিই খুব কষ্টের এবং মর্যাদাহানিকর; তা যদি আপনি কোনো আশ্রয়কেন্দ্র বা ক্যাম্পেও থাকেন।”

গত বুধবার সিরিয়ার জাতীয় সংহতি কমিটি জানিয়েছে, যুদ্ধবিরতির পর এ পর্যন্ত ১,২০০ পরিবার শহরটিতে ফিরেছে।

অনেকে আশা করছেন, সিরিয়ার অন্য এলাকাগুলোতেও সেনাবাহিনী এবং তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে একই ধরনের যুদ্ধবিরতি হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top