সকল মেনু

বাংলাদেশি কিশোরের প্রশংসা ভারতীয় গণমাধ্যমে

নিজেকে বিপন্ন করে হরিণ শাবকের প্রাণ বাঁচানোয় বাংলাদেশি এক কিশোর প্রশংসা করেছে ভারতীয় মিডিয়া।

জিনিউজের শুক্রবারের খবরে উঠে এসেছে বাংলাদেশের নোয়াখালীর এক কিশোরের খবর। যে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে বাংলাদেশি প্রাণ বাঁচিয়েছে হরিণ শাবকের।

জিনিউজে এসেছে নদীর প্রবল ¯্রােতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক। অসহায় বাচ্চাটি বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু খর¯্রােতা নদীর কাছে হরিণ শাবকটি বড়ই অসহায়। অনেকেই এই দৃশ্যটি দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস করছে না। হঠাৎ এক নিতান্তই কিশোর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে।

প্রতক্ষ্যদর্শীদের মধ্যে একজন চিত্রগ্রাহক হাসিবুল ওয়াহাব জিনিউজকে জানান, ‘নদীটা এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল ছেলেটি নিশ্চই ডুবে গেছে। আমার বন্ধুও প্রস্তুত হয়ে পড়ে পানিতে ঝাঁপ দেওয়ার জন্য। যদি কোনভাবে বাঁচানো যায়। পানিতে লাফিয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে হরিণ শাবকটিকে কোল আঁকড়ে ধরে ভেসে ওঠে সে। তারপর  ডাঙায় নিয়ে এসে সেবা শুশ্রুার করে ছেড়ে দেওয়া হয় শাবকটিকে।

নোয়াখালির স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরই বর্ষায় এরকম অনেক পশুই খড়খুটোর মতো ভেসে চলে যায়।

বিপন্ন করে হরিণ শাবকের প্রাণ বাঁচানোয় বাংলাদেশি এক কিশোর
বিপন্ন করে হরিণ শাবকের প্রাণ বাঁচানোয় বাংলাদেশি এক কিশোর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top