সকল মেনু

‘শচিনকে ভারতরত্ন দেয়া ছিল বড় ভুল’-উমা ভারতী

 স্পোর্টস ডেস্ক, ঢাকা, ৭ ফেব্রুয়ারি :  দুদিন আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে ভারতরত্ন পুরস্কার নেন শচিন টেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচিনের ভারতরত্ন পাওয়া নিয়ে কেউ দ্বিমত পোষণ করেনি। সকলেই ভেবেছিল যোগ্য ব্যক্তির হাতেই উঠেছে ভারতরত্ন। কিন্তু ভারতের প্রধান বিরোধী দল বিজেপি বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি। বিজেপির সহসভাপতি উমা ভারতী জানিয়েছেন শচিনকে ভারতরত্ন দেয়াটা ছিল বড় ভুল। তবে ব্যক্তিগতভাবে সে শচিনের বিরোধী নন। তিনি বলেন, ‘শচিনকে ভারতরত্ন পুরস্কার দেয়াটা ছিল সবচেয়ে বড় ভুল। কারণ আইপিএলের পর কোনো ক্রিকেটারকেই ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দেয়া ঠিক নয়।’ তিনি আরো বলেন, ‘যে সকল খেলোয়াড়রা আইপিএলে অকশনে বিক্রি হন তাদেরকে ভারতরত্ন পাওয়ার জন্য মনোনীত করা উচিত নয়। যে খেলোয়াড় আইপিএলে নিজেকে ৪-৫ কোটি রুপিতে বিক্রি করে সে কিভাবে ভারতরত্ন পেতে পারে?’ তবে ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেট বিশ্বের জন্য শচিনের যে অবদান সেই অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তার মতো বিশ্বমানে কিংবদন্তি তারকা হয়তো কয়েক শতাব্দীতে একটা জন্মাবে কিনা সন্দেহ রয়েছে। তিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য কিনা সেটা হয়তো সুবিবেচক মানুষ মাত্রই ভালো বুঝতে পারবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top