সকল মেনু

গাইড বইয়ে শিক্ষার্থীরা দিন দিন মেধাশূণ্য হয়ে যাবে

 কেন্দুয়া, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সদরে বইয়ের দোকানগুলোতে  প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণিতে  নোট, গাইড বই দেদারছে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকাশনী সংস্থা  শিক্ষক সমিতির নেতাদের বাগে এনে  শিক্ষার্থীদের এসব বই কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন এ ধরনের বই বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। নোট, গাইড বই বিক্রির অভিযোগ থাকলেও   স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  এ পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানায় প্রশাসনের স্থানীয় দায়িত্বশীল কর্মকর্তারা। এতে প্রকাশনী সংস্থা ও   কয়েক শিক্ষকনেতা লাভবান হলেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন  শিক্ষার্থীরা বলেছেন   অভিভাবকরা। নওপাড়া গ্রামের আবুল কালামসহ একাধিক শিক্ষার্থী অভিভাবক বলেন, কয়েকজন শিক্ষকনেতার কারনেই কেন্দুয়ায় নিষিদ্ধ এসব বই বিক্রির সুযোগ পাচ্ছে দোকানীরা। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা দিন দিন মেধাশূণ্য হয়ে যাবে। দ্রুত বাজারে এসব বই বিক্রি বন্ধের দাবি জানান তারা।  মোনাফার লোভে কেন্দুয়া বাজারের অধিকাংশ বইয়ের দোকানে  আল-মানার, আল-ফাতাহ, নিউটন, পা, জুপিটার, সমসেড পুতিনিলয়, নিউটনসহ হরেক রকমের প্রকাশনীর নোট-গাইড বিক্রি হচ্ছে। এ নিয়ে জানতে চাইলে  কোন বই বিক্রেতা কথা বলতে চাননি। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মাদ রেজাউল করিম   জানান, অভিযোগ খতিয়ে দেখে শিগগিরই প্রকাশনী সংস্থা, বইয়ের দোকানসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top