সকল মেনু

জরুরি অবস্থা জারি নিউ ইয়র্কে

 ডেস্ক রিপোর্ট, ঢাকা, ৬ ফেব্রুয়ারি :  অব্যাহত তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বন্দরশহর নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছে রাজ্য গভর্নর। রাজ্যের উচ্চ ও নিম্নাঞ্চলে তুষারপাত, বরফবৃষ্টি একটান চলতে থাকায় নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রিউ কুওমো বুধবার জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সিনহুয়া এ তথ্য জানিয়েছে। এটি নিউ ইয়র্কের জন্য একটি গুরুতর সময়। এর ফলে রাজ্যের সব এলাকা ভয়ানকভাবে প্রভাবিত হচ্ছে। তবে দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গভর্নর কুওমো। তিনি তার নাগরিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেছেন, রাস্তায় না বেরিয়ে ঘরের ভেতর থাকুন, প্রতিবেশীর খোঁজ-খবর রাখুন এবং সহমর্মিতার হাত প্রসারিত করুন।
সড়ক ও রেলপথে তুষার জমে যোগযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিগনাল বাতি বরফে ঢাকা পড়েছে। স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখন সবকিছুর জন্য বিশেষ ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top