সকল মেনু

শেষ বিকেলে মেন্ডিস ভেল্কি; ৪০০ পেরিয়েছে মুশফিক বাহিনী

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি :  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বেশ ভালো সূচনা করে বাংলাদেশ। শামসুর রহমান শুভ এবং ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরির পর সাবিক আল হাসান অর্ধশতক তুলে নেন। নাসির হোসেনও ৪২ রান করেন। তাদের কার্যকরী ইনিংসে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ৩০ রানে। আর আল-আমিন হোসেন ৩ রান নিয়ে। এদিকে শ্রীলঙ্কা তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না পেলেও পরের দুই সেশনে সাতটি উইকেট তুলে নেয়। অজন্তা মেন্ডিসের বলে সতীর্থরা ক্যাচ ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানদের জীবন দান করলেও দিন শেষে তিনিই সেরা বোলার। বাংলাদেশের যে আটটি উইকেটের পতন ঘটেছে, তার ৪টিই নিয়েছেন মেন্ডিস। ৩টি উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা। আর ১টি নেন সুরাঙ্গা লাকমল। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েস জোড়া সেঞ্চুরি তুলে নেন। শতক হাঁকিয়ে তারা দুজন ফিরে যাওয়ার পর সাকিব-মুশফিকে ভর করে এগোতে থাকে বাংলাদেশ। তারা দুজন মিলে ৬০ রানের জুটি গড়ার পর ক্যাচ আউট হয়ে ফিরে যান মুশফিক (২০)। দলপতি আউট হলেও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তার টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতক তুলে নেন। ৫০ রানের বেশি করতে পারেননি তিনি। পেরেরার বলে আউট হয়ে তিনিও ফিরে যান।  নাসিরের সঙ্গে জুটি বাঁধেন মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুজন মিলে ৪৭ রানের জুটি গড়ার পর নাসির হোসেন ফিরে যান ৪২ রানে, মেন্ডিসের বলে কট বিহাইন্ড হয়ে। এরপর সোহাগ গাজী মেন্ডিসের পরের বলেই ফিরে যান এলবিডব্লিউ হয়ে। মাহমুদুল্লাহর সঙ্গে নবম উইকেটে জুটি বাঁধেন আল-আমিন হোসেন। এর আগে শামসুর ও ইমরুল মিলে দ্বিতীয় উইকেটের জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ ২৩২ রানের জুটি গড়েন। দিনের প্রথম সেশনে লঙ্কানরা কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ও তৃতীয় সেশনে ৭টি উইকেট তুলে নেন। সবচেয়ে মূল্যবান দুটি উইকেট (শামসুর ও ইমরুল) তুলে নেন অজন্তা মেন্ডিস। মমিনুলের উইকেট তুলে নেন পেরেরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top