সকল মেনু

দেশকে আলোকিত করতে সরকার কাজ করে যাচ্ছে-প্রধানমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৬ ফেব্রুয়ারি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে আলোকিত করতে সরকার কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এ অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম জ্বালানি মন্ত্রণালয়ে আসেন তিনি। সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি মন্ত্রণালয়ে এসে পৌঁছেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাদের নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণআন্দোলনের মধ্য দিয়ে জনগণ সফল হতে দেয়নি। আজ সচিবালয়ে ৬ নম্বর ভবনের ১২২ নম্বর কক্ষে বসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভবনটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গত মহাজোট সরকারের সময়েও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত মেয়াদে তিনি তিন দিন এ মন্ত্রণালয়ে অফিস করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top