সকল মেনু

চিরিরবন্দরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ, আটক ১০

 জেলা প্রতিবেদক, দিনাজপুর, ৬ ফেব্রুয়ারি :  দিনাজপুরের চিরিরবন্দরে জামায়াত নেতা গ্রেফতারের ফলে রাণীরবন্দরে জামায়াত- শিবিরের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জামায়াত-শিবিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ।  বুধবার রাত সাড়ে ৮ টা থেকে ১১টা পর্যন্ত রাণীরবন্দর এলাকায় এ সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশ, র‌্যাব, বিজিবি বিভিন্ন বাড়ি তল্লাসী চালিয়ে ১০জনকে আটক করেছে। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার রাণীরবন্দর সুইহারিবাজারে অভিযান চালিয়ে ডিবি পুলিশ স্থানীয় জামায়াত নেতা আ. রউফ (৪২) কে আটক করে। তাকে আটকের খবর ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। চিরিরবন্দর থানা পুলিশ পরিস্থিতি শান্ত করতে আসলে জামায়াত-শিবির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে পরিস্থিতি আরো থমথমে হয়ে উঠে। একপর্যায়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা দশমাইল-সৈয়দপুর মহাসড়কে চলাচলরত যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ঘটনাস্থলে  অতিরিক্ত পুলিশ, র‌্যাব, বিজিবি ও ডিবি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়নের বাড়িতে প্রবেশ করে বাড়িতে অভিযান চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাণীরবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। দশমাইল- সৈয়দপুর  মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী রাণীরবন্দর এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top